HTML নানা ধরণের Elements (উপাদান) নিয়ে গঠিত।
চলো আমরা আমাদের প্রথম HTML Element দেখি: h1
এটা শুরু হয় একটি Opening Tag <h1> দিয়ে
এবং শেষ হয় একটি Closing Tag </h1> দিয়ে।
চলো আমরা এখন আমাদের প্রথম HTML Code লিখি নিচের দেওয়া Code Editor-এ। তোমার নিজের কম্পিউটারে আলাদা করে কোনো কিছু করা লাগবে না। তুমি Adaanist -এর Website থেকেই কম্পিউটার বা মোবাইলে নিজে কোড লিখে চালিয়ে (Run) দেখতে পারবা যে আসলে তুমি কি বানাচ্ছ।