1)

[ঢাকা বোর্ড ২০২৫]
ক) HTML Element কী?
খ) "HTML কেস সেনসিটিভ ভাষা নয়" ব্যাখ্যা কর।
গ) চিত্র-৩ কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোড লেখ।
ঘ) কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র-১ ও চিত্র-২ এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? বিশ্লেষণ কর।
2)

[ঢাকা বোর্ড ২০২৫]
ক) এলিমেন্ট কী?
খ) <br> -কে এম্পটি টাাগ বলা হয় কেন?
গ) দৃশ্যকল্প-১ এর মত ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখ।
ঘ) দৃশ্যকল্প-২ এর সাহায্যে দৃশ্যকল্প-৩ বাস্তবায়ন করে দেখাও।
3)

[চট্টগ্রাম বোর্ড ২০২৫]
ক. ওয়েব পেজ কী?
খ. ওয়েবপেজে কীভাবে ছবি যুক্ত করা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত চিত্র-৩ এর HTML কোড লেখ।
ঘ. ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন কাঠামোটি ব্যবহার করা উত্তম — বিশ্লেষণ কর।
4) শিক্ষক ক্লাসে ৪র্থ অধ্যায়ের টেবিল তৈরির আলোচনা শেষে অপুকে ব্রাউজারে নিচের চিত্রের ন্যায় ফলাফল দেয় এমন একটি ওয়েবপেজ তৈরি করতে বললেন, যেখানে টাইটেলে Apu's Page লেখাটি প্রদর্শিত হবে। অপু webpage টি তৈরি করে হোস্টিং করল, কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি কোনো স্থান থেকে দেখা যাচ্ছেনা।

[রাজশাহী বোর্ড ২০২৫]
ক. HTML উপাদান কী?
খ. ওয়েবসাইটের ২টি অংশ থাকে। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় html কোড লেখ।
ঘ. নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ কর।
5)

[ময়মনসিংহ বোর্ড ২০২৫]
ক. হাইপারমিডিয়া কী?
খ. শুধু HTML ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় না — ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-২ কে দৃশ্যকল্প-১ এর ক্লায়েন্ট কম্পিউটারে প্রদর্শনের প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. দৃশ্যকল্প-২ ওয়েবসাইটে প্রদর্শনের জন্য html কোড লেখ এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা কর।
6)

[দিনাজপুর বোর্ড ২০২৫]
ক. সার্চ ইঞ্জিন কী?
খ. http://www.xyz.com.bd- এর বিভিন্ন অংশ ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ কে ওয়েবপেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখ।
ঘ. চিত্র-১ কে চিত্র-২ এর মত করে উপস্থাপন করা যায় — বিশ্লেষণ কর।
7)

[সিলেট বোর্ড ২০২৫]
ক. ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট কী?
খ. ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণসহ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর ন্যায় ব্রাউজারে ফলাফল পেতে HTML কোড লেখ।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর HTML কোড লেখ, সেখানে Fruits এ ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে।
8)

[যশোর বোর্ড ২০২৫]
ক. এলিমেন্ট কী?
খ. <br> কে এম্পটি ট্যাগ বলা হয় কেন?
গ. দৃশ্যকল্প-১ এর মত ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখ।
ঘ. দৃশ্যকল্প-২ এর সাহায্যে দৃশ্যকল্প-৩ বাস্তবায়ন করে দেখাও।
9)

[কুমিল্লা বোর্ড ২০২৫]
দৃশ্যকল্প-২: আইসিটি শিক্ষক তার কলেজের জন্য দুই ধরনের ওয়েবসাইট ডিজাইন করলেন। প্রথমটিতে হোমপেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। তবে দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়।
ক. স্টাইল অ্যাট্রিবিউট কী?
খ. ওয়েব ডিজাইনে <a> ট্যাগের গঠন ও গুরুত্ব লেখ।
গ. দৃশ্যকল্প-১ প্রদর্শনের জন্য HTML কোড লেখ।
ঘ. দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ওয়েবসাইট কাঠামোদ্বয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? তোমার মতামত দাও।
10)

[বরিশাল বোর্ড ২০২৫]
ক. অ্যাট্রিবিউট কী?
খ. ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেইজটি তৈরির জন্য HTML কোড লেখ।
ঘ. টেবিলটির ১ম সারির উপাদান এবং ২য় সারির দ্বিতীয় উপাদান সংশ্লিষ্ট ট্যাগদ্বয়ের গঠন লেখ এবং এদের গুরুত্ব বিশ্লেষণ কর।
11) একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েব সাইটের হোম পেজে প্রবেশ করলে সেডান এবং এসইউভি ক্যাটেগরির লিংক প্রদর্শিত হয়। লিংকগুলোতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটেগরির গাড়ির মডেলের লিংক প্রদর্শিত হয়। গাড়ির মডেলের লিংকে প্রবেশ করে গাড়িটির বিস্তারিত দেখা যায়। বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েব সাইটটি উন্নয়নের সিদ্ধান্ত নিল।
[ঢাকা বোর্ড ২০২৪]
ক. URL কী?
খ. HTML প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত ওয়েব সাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা কর।
ঘ. গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েব সাইটটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বর্ণনা কর।
12)

[ময়মনসিংহ বোর্ড ২০২৪]
উদ্দীপকের টেবিলটিতে Pipilika ওয়েবসাইটটি লিংক করা আছে বাংলাদেশের মানচিত্র (180 × 100) যুক্ত করা আছে।
ক. ওয়েব পোর্টাল কী?
খ. ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ওয়েবপেজ তৈরির জন্য HTML কোড দেখ।
ঘ. উদ্দীপকে ওয়েবপেজটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব অপরিসীম , ব্যাখ্যা করো ।
13)

[রাজশাহী বোর্ড ২০২৪]
ক. হাইপার লিংক কী?
খ. < font > ট্যাগ ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এর মত ওয়েব পেইজ তৈরির জন্য html কোড লেখ।
ঘ. উদ্দীপকের চিত্র-২ এর মত ওয়েব পেইজ তৈরি কর যেখান থেকে webpage-1 এ যাওয়া যায়।
14)

[চট্টগ্রাম বোর্ড ২০২৪]
ক. ওয়েব সার্ভার কী?
খ. Font ট্যাগের ২টি অ্যাট্রিবিউট ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর HTML কোড লিখ।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর HTML কোড লিখ, যেখানে Science এ ক্লিক করলে www.science.org ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে।
15)

[দিনাজপুর বোর্ড ২০২৪]
ক. HTML ট্যাগ কী?
খ. ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর কাঠামোর লে-আউট বর্ণনা করো।
ঘ. এইচটিএমএল ট্যাগ হলো কিছু কিওয়ার্ড যা কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয় এবং কীভাবে বিষয়বস্তু ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য সাজাতে হবে তা নির্দেশ করে।
16)

[কুমিল্লা বোর্ড ২০২৪]
ক. আইপি অ্যাড্রেস কী ?
খ. < a > ট্যাগ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের চিত্র-১-এর ওয়েব সাইটে কাঠামোটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে চিত্র-২ কে ওয়েব পেইজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTMLকোডসমুহ লেখ।
17)

[বরিশাল বোর্ড ২০২৪]
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. ওয়েব পেইজে বাংলা লেখা যুক্ত করার জন্য কী করা প্রয়োজন? বুঝিয়ে লেখ।
গ. দৃশ্যকল্প-১ ওয়েব পেইজে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখ।
ঘ. দৃশ্যকল্প-২ এর জন্য HTML কোড লেখো এবং ট্যাগসমূহ বিশ্লেষণ কর।
18) নামিরা শুধু HTML ব্যবহার করে First, Last, Next, Previous লিংকবিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করলো। ওয়েবসাইটটি ব্যবহারকারীর নিকট থেকে মতামত নিতে এবং আপডেট তথ্য প্রদর্শন করতে পারে না।
[সিলেট বোর্ড ২০২৪]
ক. হাইপার লিংক কী?
খ. ওয়েবসাইট পাবলিশিংয়ে হোস্টিং গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ কর।
19)

[যশোর বোর্ড ২০২৪]
ক. HTML-এর এলিমেন্ট কী?
খ. স্টাইল অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের HTML কোড লেখো।
ঘ. উদ্দীপকটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো।
20)

[ঢাকা বোর্ড ২০২৩]
ক. ওয়্যার ফ্রেম কী?
খ. HTML এ কোনটি ডকুমেন্টের অংশ নয়, তবে লেখা জরুরি? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মতো ওয়েবপেইজ তৈরির জন্য প্রয়োজনীয় HTML কোড লেখ।
ঘ. দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? তোমার উত্তরের স্বপক্ষে যৌক্তিক ব্যাখ্যা দাও।
21)

[ময়মনসিংহ বোর্ড ২০২৩]
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. Wireframe কী? ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-২ ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। [চিত্রটি Photo.JPG, size=100x80]
22)

[রাজশাহী বোর্ড ২০২৩]
ক. হাইপারলিঙ্ক কী?
খ. ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ প্রদর্শনের জন্য HTML কোডিং লিখ।
ঘ. চিত্র-২ ওয়েব পেইজে প্রদর্শনের জন্য HTML কোডিং লিখ।
23)

[রাজশাহী বোর্ড ২০২৩]
ক. অ্যাট্রিবিউট কাকে বলে?
খ. "HTML একটি কেস সেনসেটিভ ভাষা নয়" - ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের পেজটি তৈরিতে কী কী বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও।
ঘ. ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML Code লিখ।
24) হাবিব একটি ওয়েবসাইট তৈরি করল যার হোমপেজের সাথে ৩টি মূল ওয়েবপেজ সংযুক্ত। আবার প্রতিটি মূল পেজের সাথে ২টি করে ওয়েবপেজ সংযুক্ত। ওয়েবসাইটটির হোমপেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত।
[চট্টগ্রাম বোর্ড ২০২৩]
ক. সার্চ ইঞ্জিন কী ?
খ. ওয়েব পেইজের সাথে ব্রাউজার সম্পর্কিত কেন ?
গ. হাবিবের ওয়েবসাইটটি কোন কাঠামোতে সজ্জিত ?
ঘ. উদ্দীপকের ওয়েবসাইটটির হোমপেজের জন্য html কোড লিখ এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা কর।
25)

[চট্টগ্রাম বোর্ড ২০২৩]
ক. এট্রিবিউট কী?
খ. html ভাষা কেস-সেনসিটিভ নয়- ব্যাখ্যা কর।
গ. চিত্র নং-১ এর মতো ওয়েবপেইজ তৈরির জন্য html কোডিং লিখ।
ঘ. উদ্দীপকের চিত্র নং-২ এর মতো ওয়েবপেইজ তৈরির জন্য html কোডিং লিখ।
26)

[দিনাজপুর বোর্ড ২০২৩]
ক. হোস্টিং কী?
খ. ডোমেইন নেইম এর গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এর জন্য প্রয়োজনীয় HTML কোড লেখ।
ঘ. দৃশ্যকল্প-২ ওয়েব পেইজে প্রদর্শন করা কী সম্ভব? তোমার মতামতের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
27)

[বরিশাল বোর্ড ২০২৩]
ক. আইপি এড্রেস কি?
খ. img একটি এম্পটি এলিমেন্ট কেন? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ ব্যবহার করে দৃশ্যকল্প-২ পাওয়ার জন্য HTML কোড লিখ।
ঘ. দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য HTML কোড লিখ।
28) X কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আয়শা HTML ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করল এবং Google Chrome ব্যবহার করে নিম্নরূপ আউটপুট দেখতে পেল: 2H2 + O2 = 2H2O
[কুমিল্লা বোর্ড ২০২৩]
ক. ব্রাউজার কী?
খ. < br > ট্যাগটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে উপরিলউক্ত ফলাফল পেতে html code লিখ।
ঘ. উক্ত ফলাফলটির পরিবর্তে যদি (H + O)2 = H2 + 2HO + O2 পেতে চাও তবে তোমাকে কোথায় কী পরিবর্তন হবে বিশ্লেষণ কর।
29) নিচের চিত্রটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
Science | Commerce | Humanities |
Physics | Accounting | History |
Chemistry | Management | Islamic History |
[কুমিল্লা বোর্ড ২০২৩]
ক. ডাইনামিক ওয়েবসাইট কী?
খ. ডোমেইন নেম IP Address এর পরিপূরক- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্রটি আউটপুট হিসেবে পাওয়ার জন্য HTML কোড লিখ।
ঘ. যদি উদ্দীপকের টেবিলের কোড সারিকে (Row) স্তম্ভে (Column) এবং স্তম্ভকে সারিতে পরিণত করা হয় তাহলে কী কী পরিবর্তন হবে - বিশ্লেষণ কর।
30)

একজন ফল ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয়। যেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েবপেজ আছে যার আউটপুট চিত্র-১ এর ন্যায়। তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয় না। ফলে ক্রেতারা ভুল তথ্য পায়।
[যশোর বোর্ড ২০২৩]
ক. অ্যাট্রিবিউট কী?
খ. "আইপি ঠিকানাই হচ্ছে ডোমেইন নেইম এর গাণিতিক রূপ"-ব্যাখ্যা করো।
গ. চিত্র-১ এর ন্যায় ফলাফল পেতে HTML কোড লেখো।
ঘ. উদ্দীপকের সাপেক্ষ গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ীর করণীয় কী?-মতামত দাও।
31)

[সিলেট বোর্ড ২০২৩]
ক. ডায়নামিক ওয়েবসাইট কি?
খ. ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখ।
ঘ. দৃশ্যকল্প-২ এর জন্য এইচটিএমএল কোড লিখ এবং ব্যবহৃত ট্যাগসমূহের বর্ণনা দাও।
32)

[ঢাকা বোর্ড ২০১৯]
ক. FTP কী?
খ. ওয়েবসাইট ও ওয়েবপেইজ এক নয়-ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-২ ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য html কোড লিখ।
33)

[রাজশাহী বোর্ড ২০১৯]
ক. ওয়েবসাইট কী?
খ. ডোমেইন নেম অদ্বিতীয়- ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং এবং তৃতীয় লাইনে প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখ।
ঘ. দৃশ্যকল্প-২ এর টেবিল তৈরির HTML কোড লিখ যেখানে, Book এ ক্লিক করলে Book.com ওয়েবসাইটটি চালু হবে।
34) আইসিটি শিক্ষক ক্লাসে html পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে logo.jpg চিত্রটি প্রদর্শনসহ সম্পূর্ণ টেবিলটি তৈরির html code লিখে দেখালেন।

তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য html code লিখতে বললেন:

[কুমিল্লা বোর্ড ২০১৯]
ক. সার্চ ইঞ্জিন কী?
খ. IP অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক-ব্যাখ্যা করো।
গ. ছাত্রদের html code কেমন হবে তা দেখাও।
ঘ. উদ্দীপকের ফাঁকা ঘরে ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিলটি তৈরির html কোড লেখো।
35) This is our national flower.

[চট্টগ্রাম বোর্ড ২০১৯]
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. “ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়”- ব্যাখ্যা কর।
গ. ব্রাউজারে উদ্দীপকের ন্যায় চিত্র-১ এর ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোড লিখ।
ঘ. “উদ্দীপকের চিত্র-২ এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়।”- উক্তিটির সত্যতা যাচাইপূর্বক মতামত দাও।
36) পত্রিকার অনলাইন ভার্সনের ই-পেপার প্রথম পেইজ থেকে পরপর প্রতিটি পেইজ সাজানো থাকে। এ জন্য পাঠকগণের এ ধরনের পত্রিকা পড়ার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 'ক' নামক বহুজাতিক কোম্পানির ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়। কারণ এ ধরনের ওয়েবসাইটের পেইজগুলো অনেকদিক থেকে সংযুক্ত থাকে। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকেও নজর দেয়। 'খ' কোম্পানি তাদের ওয়েবসাইটের পেইজগুলো এমনভাবে তৈরি করেছে যার মূল পেইজের সাথে অন্যান্য পেইজগুলো সংযুক্ত থাকে।
[দিনাজপুর বোর্ড ২০১৯]
ক. হাইপারলিঙ্ক কী?
খ. হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর একটি গুরুত্বপূর্ণ ধাপ- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে পত্রিকার ওয়েব পেইজ যে কাঠামোয় বিন্যস্ত তা ব্যাখ্যা কর।
ঘ. 'ক' ও 'খ' কোম্পানির ওয়েব পেইজের কাঠামোর মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক – যুক্তিমূলক মতামত দাও।
37) ইলা ও আনজুম দুই বান্ধবী মিলে HTML দিয়ে First, Last, Next, Previous লিংকবিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হওয়ায় তারা PHP, MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
[বরিশাল বোর্ড ২০১৯]
ক. হাইপারলিংক কী?
খ. ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ - ব্যাখ্যা কর।
গ. ওয়েব সাইটটির স্ট্রাকচার ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
38)
দৃশ্যকল্প-১:

দৃশ্যকল্প-৩:
Student Info
ROLL | NAME | ADDRESS | RESULT |
5001 | Rima | Dhaka | 3.5 |
5002 | Moon | Sylhet | 4.7 |
5003 | Jui | Dhaka | 5.0 |
5004 | Koli | Comilla | 3.8 |
[যশোর বোর্ড ২০১৯]
ক. ব্রাউজার কী?
খ. "আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেইম এর গাণিতিক রূপ"- ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-৩ ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখ।
ঘ. দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক- যুক্তিসহ লিখ।
39) শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজকারীর মধ্যে উভমুখী ডেটা সরবরাহ করে। শিলা একটি ওয়েবপেজ তৈরি করে যাতে "ourboard" লেখাটিতে ক্লিক করলে "www.e-board.edu.bd" ওয়েবসাইটটি প্রদর্শিত হয়।
[সিলেট বোর্ড ২০১৯]
ক. < hr > কী?
খ. হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা কর।
গ. শিলাদের কলেজের ওয়েবসাইটটি ব্যাখ্যা কর।
ঘ. "শিলার তৈরিকৃত পেজটি একটি ওয়েব পোর্টাল" - HTML কোডসহ বিশ্লেষণ কর।
40) শুধুমাত্র HTML ব্যবহার করে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। সাইটটির হোম পেজে ict.jpg নামের 200×300px আকারের একটি ছবি আছে। ছবিটির নিচে notice.html নামের notice পেজের একটি লিংক আছে। ছবির উপরে "Welcome to Chandana Model College" লেখাটি নীল রঙে প্রদর্শিত হয়। সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের মতো কোন ব্যবস্থা নাই।
[ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮]
ক. ওয়েব পোর্টাল কী?
খ. হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখ।
ঘ. ওয়েবসাইটটিতে ভিজিটরদের মতামত গ্রহণে গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ কর।
41)

[রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড ২০১৮]
ক. HTTP কী?
খ. ওয়েব পেইজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্র-১ দেখে ওয়েব সাইটের কাঠামো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে চিত্র-২ কে ওয়েব পেইজ প্রদর্শনের জন্য HTML কোড লিখ।
42) শাহরিয়ার সাহেব এমন একটি ছোট ওয়েব পেইজ তৈরি করতে চাইলেন যেখানে institute.png নামের একটি ছবি ও নিচের টেবিলগুলো থাকবে:

[ঢাকা বোর্ড ২০১৭]
ক. HTML Syntax কী?
খ. বর্তমানে ওয়েব পেইজে Hyperlink একটি গুরুত্বপূর্ণ উপাদান- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ২য় টেবিলের তথ্যাবলি মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লিখ।
ঘ. ১ম টেবিলের ফাঁকা সেলে উদ্দীপকে উল্লিখিত নামের ছবিসহ ১ম টেবিলের তথ্য ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML কোড লিখে ওয়েব পেইজে ইমেজ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা কর।
43) মি. "Z" স্যার ক্লাসে html প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। তিনি একটি ওয়েব পেজে C ড্রাইভের পিকচার (picture) ফোল্ডারের মধ্যে রাখা Logo.jpg নামক একটি ইমেজ যুক্ত করলেন যার সাইজ 500 x 300 পিক্সেল। অতঃপর তিনি ছাত্রদের বললেন তোমরা এমন একটি html কোড লেখ যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে www.xeducation board edu.bd ওয়েবসাইটটি 'প্রদর্শন করা যায়। তারপর তিনি নিচের টেবিলটি তৈরির html কোড লিখল:

[রাজশাহী বোর্ড ২০১৭]
ক. ওয়েবসাইট কী?
খ. < Font > ট্যাগের অ্যাট্রিবিউটসমূহ ব্যাখ্যা কর।
গ. ছাত্রদের html কোড কিরূপ হবে তা দেখাও এবং কোডটিতে যে সব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও।
ঘ. যদি উদ্দীপকের টেবিলের সকল সারিকে (Row) স্তম্ভে (Column) এবং সকল স্তম্ভকে সারিতে (ROW) পরিণত করা হয় তাহলে যে টেবিল তৈরি হয় তা তৈরির জন্য html কোড লেখ।
44) দিদার Test পরীক্ষার ফলাফল প্রদর্শনের জন্য নিচের ওয়েবপেজটি তৈরি করে এবং test.html নামে সেভ করে রাখে:
[চট্টগ্রাম বোর্ড ২০১৭]
ক. ওয়েবসাইট কী?
খ. HTML-এর ব্যবহারের সুবিধা বর্ণনা কর।
গ. উদ্দীপকের test.html ফাইলটি তৈরির জন্য HTML কোড লিখ।
ঘ. Image.jpg এর উপর ক্লিক করলে www.moedu.gov.bd ওয়েবসাইটটি প্রদর্শন করার html কোড লিখে ওয়েবপেইজে উক্ত ট্যাগের ভূমিকা বিশ্লেষণ কর।
45)

[দিনাজপুর বোর্ড ২০১৭]
ক. ব্রাউজার কী?
খ. "IP Address এর চেয়ে Domain Name ব্যবহার সুবিধাজনক"-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মৌলিক কাঠামো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ইন্টারনেটে দেখার প্রয়োজনীয় পদক্ষেপের সপক্ষে তোমার মতামত দাও।
46)
XYZ College, Dhaka
Available Honor’s subject
1. Bangla
2. English
3. Mathematics
4. Accounting
[যশোর বোর্ড ২০১৭]
ক. ওয়েবপেইজ কী?
খ. ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকটি তোমার কলেজের ওয়েব সাইটের হোম পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখ।
ঘ. সম্মান বিষয়ের নামের তালিকা নিয়ে Serial No এবং Subject Name এই দুইটি টেবিল হেডিং দুই কলামের একটি (বর্ডারসহ) টেবিল তৈরির HTML কোড লিখ।
47)


[কুমিল্লা বোর্ড ২০১৭]
ক. মডেম কী?
খ. 'আলোর গতিতে ডেটা প্রেরণ সম্ভব' - ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-২ কে ওয়েব পেইজে প্রদর্শনের জন্য HTML- এর প্রয়োজনীয় কোডসমূহ লিখ।
48) দুই বন্ধু আনিস এবং ইকবাল ওয়েবপেজ তৈরির প্রশিক্ষণ নেয়। আনিস চিত্র-১ এবং ইকবাল চিত্র-২ এর কাঠামো বেছে নিয়ে ওয়েবপেজ তৈরি করে।

[বরিশাল বোর্ড ২০১৭]
ক. আইপি এড্রেস কি?
খ. ওয়েবপেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. ইকবালের ওয়েবপেজ স্ট্রাকচার শনাক্ত করে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক-বিশ্লেষণপূর্বক মতামত দাও।
49) প্রমিতা একটি ওয়েব সাইট তৈরির জন্য Home.html, Admission.html এবং Result.html নামে ৩টি পেইজ তৈরি করল। Result.html পেইজে নিম্নরূপ ফলাফল প্রদর্শিত হয়:

অতঃপর সে Home পেইজ থেকে অন্যান্য পেইজে যাওয়ার ব্যবস্থা করল।
[সিলেট বোর্ড ২০১৭]
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. হোস্টিং ওয়েবসাইট পাবলিকেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ- বুঝিয়ে লেখ।
গ. Result.html পেজের টেবিলটি তৈরির html কোড লিখ।
ঘ. প্রমিতার সর্বশেষ গৃহীত ব্যবস্থার প্রয়োজনীয়তা মূল্যায়ন কর।
50) দৃশ্যকল্প-১:

দৃশ্যকল্প-২
শুভ ওয়েব পেইজ তৈরির প্রশিক্ষণ নেয়। সে নিজের পরিচয় ও ছবি সম্বিলিত একটি ওয়েব পেইজ তৈরি করে তা ব্রাউজারে রান কর নিজের কম্পিউটারে দেখে। সে তার ওয়েব পেইজটিকে আরও তথ্য সমৃদ্ধ করে shouvo.net নামে চালু করার সিদ্ধান্ত নেয়। শুভ তার বন্ধু রাহুলকে এ কথা বললে সে বলে, “আজ রাতেই ইন্টারনেটে তোমার ওয়েব পেইজ দেখব"। জবাবে শুভ বলে, “এখনই দেখতে পাবে না। আমাকে আরও কিছু পাবলিশিং-এর কাজ করতে হবে।"
[ঢাকা বোর্ড ২০১৬]
ক. ওয়েবসাইট কী?
খ. ওয়েব পেইজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-১ এ ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এ শুভ'র উক্তির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
51) আলোর সোপান বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ওয়েব সাইট তৈরির কথা ভাবছে। হোম পেজে "Campas.JPG" নামক একটি ছবি, Information Technology, Physical Science এবং Biological Science শাখাগুলোর ক্রমানুবর্তী তালিকা এবং "Notice Board" নামক একটি লিংক থাকবে। কর্তৃপক্ষ একটি সফটওয়্যার ফার্মের তিনজন বিশেষজ্ঞকে ডাকলেন। বিশেষজ্ঞ দল দুই ধরনের সমাধান দিলেন। প্রথম পদ্ধতিতে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হবে। দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যাবে।
[রাজশাহী বোর্ড ২০১৬]
ক. Tag কী?
খ. "www.mangoinfo.com"- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখ।
ঘ. বিশেষজ্ঞ দলের সমাধানদ্বয়ের মধ্যে কোনটি আলোর সোপান বিদ্যালয়ের জন্য উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
52) 'X' প্রতিষ্ঠানের হোম পেইজে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের ছবি দেওয়া আছে। Employee.html ও Product.html নামে দু'টি ওয়েবপেইজ হোম পেইজের সাথে লিঙ্ক করা আছে। ওয়েবসাইটটি ইন্টারনেটে থাকলে বিশ্বের সচেতন মানুষ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে।
[চট্টগ্রাম বোর্ড ২০১৬]
ক. URL কী?
খ. “প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট” ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির হোম পেইজ তৈরির html কোড লেখ।
ঘ. উদ্দীপকের আলোকে সচেতন মানুষের দৃষ্টিগোচর করার প্রয়োজনীয় পদক্ষেপ কী হতে পারে? যুক্তিসহ ব্যাখ্যা কর।
53) উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের দুইটি গ্রুপে ভাগ করে কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরির জন্য বলা হলো। প্রথম গ্রুপ HTML, CSS ইত্যাদি ব্যবহার করে ওয়েবসাইটটি প্রস্তুত করে। বিচারকমণ্ডলী ২য় গ্রুপের ওয়েবসাইটটি কলেজের জন্য পছন্দs করেন। ICT শিক্ষক কলেজের ওয়েবসাইটটির হোম পেজের Ministry of education লেখাটির সাথে www.moedu.gov.bd ওয়েব অ্যাড্রেসটি যুক্ত করেন।
[দিনাজপুর বোর্ড ২০১৬]
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. < img > বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের ICT শিক্ষকের গৃহীত কার্যক্রমের সংশ্লিষ্ট কোড ব্যাখ্যা কর।
ঘ. বিচারকেরা কোন যৌক্তিকতায় ২য় গ্রুপের ওয়েবসাইটটি পছন্দ করেন? ব্যাখ্যা কর।
54) মোহন একটি ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখে ওয়েবসাইটটির প্রতিটি পেজে যেতে হলেই বারবার হোম পেজে আসতে হয়। আর হোম পেজটি নানা ধরনের নান্দনিক বিজ্ঞাপনে সাজানো যাতে করে সবাই আকৃষ্ট হয়। প্রথমবার ব্যবহার করতে গিয়ে সে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু সে ওয়েবসাইটের একটি ছবি ব্রাউজ করতে গিয়ে দেখে পেজটি লোড হতে বেশি সময় নেয়। তাছাড়া পেজটি দেখা গেলেও সকল ছবি ব্রাউজার প্রদর্শন করতে পারছে না। এতে সে বিরক্ত হয়।
[বরিশাল বোর্ড ২০১৬]
ক. এইচটিএমএল ট্যাগ কী?
খ. ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন?
গ. উদ্দীপকের ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে তোমার সুচিন্তিত মতামত দাও।
55)

[যশোর বোর্ড ২০১৬]
ক. সার্চ ইঞ্জিন কী?
খ. ডোমেইন নেম-এ www থাকে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের অনুচ্ছেদটি ওয়েবে প্রকাশের প্রয়োজনীয় ট্যাগসমূহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে অনুচ্ছেদটি বাংলায় তৈরি করার করণীয় বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা কর।
56) আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েবপেইজ তৈরির জন্য শিক্ষার্থীদের নিচের চিত্রের মতো ওয়েবপেইজ কাঠামোর পরামর্শ দিলেন। শিক্ষার্থীদের মধ্যে অহনা চিত্র-১ এবং অরিত্র চিত্র-২ নং কাঠামো বেছে নিয়ে ওয়েবপেইজ তৈরি করল।

[কুমিল্লা বোর্ড ২০১৬]
ক. হোম পেইজ কী?
খ. ওয়েবপেইজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর ।
গ. অহনার ওয়েব পেইজ স্ট্রাকচারটি শনাক্ত করে ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকে স্ট্রাকচার দুটির মধ্যে অরিত্রর স্ট্রাকচারটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় – বিশ্লেষণপূর্বক মতামত দাও।
57) বর্তমানে 'X' কলেজ তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য Website তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এইজন্য শুধুমাত্র html ব্যবহার করে শিক্ষার্থীদের নাম, পিতার নাম, জন্ম তারিখ, রোল নম্বর ও সেকশন ফিল্ড সংযুক্ত করে Student's information নামক টেবিল তৈরি করে। তবে সরকারও বর্তমানে সকল স্কুল কলেজের হালনাগাদ তথ্য উপস্থাপনের জন্য ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দিয়েছেন।
[সিলেট বোর্ড ২০১৬]
ক. ডোমেইন নেম কী?
খ. যে প্রযুক্তি ঝুঁকিপূর্ণ কাজকে সহজ করেছে তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত টেবিলটি ডিজাইনের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখ।
ঘ. কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় সরকারের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করতে হলে যা যা করণীয় - বিশ্লেষণপূর্বক মতামত দাও

